Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

কী সেবা কীভাবে পাবেন ঃ
১। পরামর্শ সেবাঃ
চুক্তিবদ্ধ ও সাধারণ তুলা চাষীগণ তুলাচাষের প্রয়োজনীয় কৃষি উপকরণ ও প্রয়োজনীয় পরামর্শ সেবা নিকটস্থ কটন ইউনিট অফিসারের কার্যালয়, তুলা উন্নয়ন কর্মকর্তা ও প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তার মাধ্যমে পাবেন।
২। ফসল পরিচর্যা/ প্রযুক্তি সেব ঃ
তুলাবীজ উৎপাদন ও বিতরন, গবেষণা কেন্দ্রের ট্রায়াল স্থাপন ও প্রদর্শনী প্লট স্থাপন, তুলা ফসলের সার্বিক পরিচর্যার প্রয়োজনীয় পরামর্শ, ও সঠিক সময়ে কি করণীয় তাহা সংশ্লিষ্ট ইউনিট অফিসারগণ নিয়মিত সেবা দান করছেন। এছাড়াও নতুন ও লাগসই প্রযুক্তি তুলা চাষিদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য তুলা উন্নয়ন বোর্ডের মাঠকর্মী ও কর্মকর্তাগন নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
৩। বীজতুলা বিক্রয় সেবা ঃ
মার্কেটিং ও জিনিং এবং উত্তোলিত বীজতুলা সিডিবি (বীজের জন্য) ও জিনারদের কাছে বিক্রয় ব্যাপারে তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সামগ্রিক সহযোগীতা করে থাকেন।
৪। প্রশিক্ষণ সেবাঃ
চাষী সমাবেশ, মাঠদিবস অনুষ্ঠান, ব্যাক্তিগত ও দলীয় যোগাযোগের মাধ্যমে চাষীদের তুলাচাষে উদ্বুদ্ধকরণ, মাঠ ও আবাসিক পর্যায়ে বপন পূর্ব ও বপন উত্তোর চুক্তিবদ্ধ ও সাধারণ তুলা চাষীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
৫। বিভাগীয় ও ব্যাংক ঋণ দানঃ
বিভাগীয় পর্যায়ে এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এর মাধ্যমে ঋণ দান করে তুলাচাষীদের তুলাচাষে সহযোগীতা প্রদান করা হয়।