Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

তুলা উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয়, রংপুর এর অধস্তন রাজশাহী জোনাল কার্যালয় তার অধীন বিভিন্ন ইউনিট কার্যালয়ের মাধ্যমে বাস্তবায়নাধীন তুলাচাষ সম্প্রসারণ, মানসম্পন্ন বীজ উৎপাদন ও বিতরণ, প্রশিক্ষণ, বাজারজাতকরণ ও জিনিং এবং ঋণ বিতরণ কার্যক্রম মনিটরিং এবং সমন্বয় সাধন করে আসছে। রাজশাহী জোনে বিগত ৩ বছরে হাইব্রিড জাতের তুলার প্রর্বতন, সারের মাত্রা পূনঃনির্ধারন, বপন সময় এগিয়ে এনে রবি ফসলচাষে চাষিদের সুযোগ সৃষ্টি ও অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তুলার একর প্রতি উৎপাদন বৃদ্ধিসহ গুনগতমান উন্নয়নে অবদান রাখছে। এছাড়াও বরেন্দ্র এলাকা ও চর এলাকায় তুলাচাষ প্রর্বতন/সম্প্রসারণ করা হয়েছে, এতে একদিকে অর্নুবর জমি তুলাচাষের আওতায় আনা সম্ভব হয়েছে, অন্যদিকে চাষিরা আর্থিকভাবে লাভবান হয়েছে। রাজশাহী জোনের বিভিন্ন এলাকার উপযোগী তুলাভিত্তিক লাভজনক শস্যবিন্যাস সম্প্রসারণ করা হচ্ছে এবং লাভজনক শস্যবিন্যাসকে অগ্রাধিকার প্রদান করে আগাম তুলা বীজ বপনকে উৎসাহিত করা হচ্ছে।