Wellcome to National Portal
Main Comtent Skiped

Future Plan

 

খাদ্য শস্য উৎপাদন বাধাগ্রস্থ না করে নদী তীরবর্তী ও চর এলাকার বন্যামুক্ত, বরেন্দ্র এলাকায় ফসলের নিবিড়তা কম এমন উঁচু জমি তুলাচাষের আওতায় আনা। উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের তুলার চাষ এলাকা সম্প্রসারণ। গম, ভূট্টা, মুগ/তিল ভিত্তিক শস্য বিন্যাসে তুলাকে অন্তর্ভূক্ত করা এবং ফল বাগানসহ নতুন ফলের বাগানে তুলাচাষ এবং সাথি ফসল চাষে চাষিকে আগ্রহী করা। চাষিদের উন্নত প্রযুক্তির উপর প্রশিক্ষন অব্যাহত রাখা; ক্ষুদ্র ও মাঝারি চাষিদেরকে ঋণ সুবিধা বৃদ্ধি করা এবং তুলাচাষকে জনপ্রিয়করণে ব্যপক প্রচারের ব্যবস্থা গ্রহন; উন্নত কৃষিতাত্বিক সমন্বিত ফসল ব্যবস্থাপনার মাধ্যমে তুলার একর প্রতি ফলন বৃদ্ধির ব্যবস্থা গ্রহন- যেমন- গোড়াবাধাই, মাটি পরীক্ষাকরণের মাধ্যমে সারের মাত্রা নির্ধারণ, ফলিয়ার স্প্রে, মেপাকোয়েট ক্লোরাইড ব্যবহার ও অঙ্গজ শাখা কর্তন ইত্যাদি। আইপিএম এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন খরচ কমানো; রাজশাহী জোনে জুন মাসের ১৫ তারিখ হতে জুলাই মাসের মধ্যে তুলাবীজ বপন কার্যক্রম সম্পন্ন করা এবং আগাম তুলা বপন করে চাষিদেরকে রবি ফসল চাষের সুযোগ সৃষ্টি করা। সঠিক ও সমন্বিত ফসল ব্যবস্থাপনা গ্রহনের মাধ্যমে তুলা ফসলের জীবনকাল কমিয়ে আনা।